রূপবতী কন্যা তোমার রূপ যে চাঁদের আলো – Kiranmala Serial Song
রূপবতী কন্যা তোমার রূপ যে চাঁদের আলো
দিলে তুমি নতুন আশা মুছলে রাতের কালো
এলে কাছে ভালোবেসে..
গেলে আমার মনে মিশে
ধীরে ধীরে জানি হয়ে গেলাম তোমার
তবু ভাবি এতোটা সুখ
সইবে কি হয় আমার
এলে কাছে ভালোবেসে..
গেলে আমার মনে মিশে
তোমার প্রেমে এই মন জুড়ে
স্বপ্নেরা ভিড় করে
মনের সবুজ হারায় যদি
কালকে ভুলের ঝড়ে [x২]
ও.. রূপবতী কন্যা কেনো এমন কথা ভাবো ?
কাছে আছি আজকে যেমন কালকে থেকে যাবো
এলে কাছে ভালোবেসে..
গেলে আমার মনে মিশে
তোমায় পেয়ে প্রেম সাগরে তাইতো জোয়ার আসে
কালকে যদি জীবন আমার নোনা জলে ভাসে [x২]
ও.. রূপবতী কন্যা কেনো এমন কথা ভাবো ?
পাশে থেকে আমি সব বিপদ যে সইবো
এলে কাছে ভালোবেসে..
গেলে আমার মনে মিশে