রাত আমার শরীরে আনাচে কানাচে ঘোরে
রাত আমার শরীরে
আনাচে কানাচে ঘোরে
খুঁজে চলে ঘুমের গান
জোছনা চাদরে ঘুমের ভান
ঘুম আসে না দু-চোখে
জনকীরা যায় ডেকে
ওদের হাসির শব্দে আমার
চোখ লুকোনোর অভিজ্ঞান
গল্প দাও
রাত্রি তুমি কিছু গল্প দাও..
ঘুম আজ মৃত্যু নাও
সকাল নতুন জন্ম দাও
বন্ধু হও..
রাত্রি তুমি আমার বন্ধু হও..
চোখের পাতায় আঙুল ছোঁয়াও
জন্মের আগে জন্ম হও..
রাত আমার শরীরে
রাত আমার শরীরে
আনাচে কানাচে ঘোরে
খুঁজে চলে ঘুমের গান
জোছনা চাদরে ঘুমের ভান
ঘুম আসে না দু-চোখে
জনকীরা যায় ডেকে
ওদের হাসির শব্দে আমার
চোখ লুকোনোর অভিজ্ঞান
রাত আমার শরীরে [x২]