রাঙা পথ ডাক পাথালে
রাঙা পথ ডাক পাথালে
সে কখন যাচ্ছে চলে
পলাশের রক্ত ডালে
যেখানে মুক্তি দোলে [x২]
হারিয়ে যেতে মানা
তবু তার কাঁপছে দানা
হাওয়া আজ নীল ঠিকানা
পাথালে আমীর বলে
রাঙা পথ ডাক পাথালে
সে কখন যাচ্ছে চলে
পলাশের রক্ত ডালে
যেখানে মুক্তি দোলে
কংক্রিট দেয়াল ফুঁড়ে
সারাদিন কুঁ ঝিক ঝিক
মেঠো পথ পলাশ পুড়ে
চলো হে নাগর-নাবী [x২]
মহুয়ার নেশা দারুণ
শরীরে পুড়ছে আগুন
নদী গান গায় গুন গুন
সে কি তোর গানের ছেলে
বাতি-তে চুম্বনে চুম
জোছনা গাইবে কুসুম
নাগরিক ভণ্ডামি তুই
মুছে ফেল এই অঞ্চলে
হারিয়ে যেতে বাধা
তবু তার কাঁপছে দানা
হারিয়ে যেতে মানা
তবু তার কাঁপছে দানা
হাওয়া আজ নীল ঠিকানা
পাথালে আমীর বলে
রাঙা পথ ডাক পাথালে
সে কখন যাচ্ছে চলে
পলাশের রক্ত ডালে
যেখানে মুক্তি দোলে