রাক্তেও আছে নুন
ভোর হল অবতারণ
কাল রাতে কী ছিলে..
সন্ধ্যে হাত আবার..
মোমবাতি মিছিলে..
ভোর হল অবতারণ
কাল রাতে কী ছিলে
সন্ধ্যে হাত আবার…
মোমবাতি মিছিলে..
কথা বলো চ্যানেলে কাগজে
শোভন যেন বড় ভাবুক
মগজ যদি সহজে না বোঝে
তাকে মারো ছাবুক
মারো ছাবুক…
রাক্তেও আছে নুন
সেই সব দিয়ে পুড়িয়ে
চেখে দেখো আমার আগুন…
জিভের চাই পুড়িয়ে..
শুধু শুধু রুজ মরেছে মেঘগুলো
ভুলে গেছে সবাই তাদের নাম..
শরীরের খোঁজে জমেছে ঘাম ধুলো
এটা কি হবে এসবের গান…
রাক্তেও আছে নুন
সেই সব দিয়ে পুড়িয়ে
চেখে দেখো আমার আগুন…
জিভের চাই পুড়িয়ে..
কথা বলো চ্যানেলে কাগজে
শোভন যেন বড় ভাবুক
মগজ যদি সহজে না বোঝে
তাকে মারো ছাবুক
মারো ছাবুক…..
রাক্তেও আছে নুন
সেই সব দিয়ে পুড়িয়ে
চেখে দেখো আমার আগুন…
জিভের চাই পুড়িয়ে..
রাক্তেও আছে নুন
সেই সব দিয়ে পুড়িয়ে
চেখে দেখো আমার আগুন…
জিভের চাই পুড়িয়ে..