যে আলাপ গড়ায় দুপুরে আমার ঘুম আসেনা আসেনা
যে আলাপ গড়ায়
দুপুরে আমার ঘুম আসেনা আসেনা
ঝড়ে পড়ে নিরাকার বাক্কো
যে আলাপ গড়ায়
অথবা সময় নেই
কাঁপে চোখ চায়ে চুপ
ফুরিয়ে এসেছে শেষ চুমুকে
যে আলাপ গড়ায়..
পুরোনো নদীর কাছে ফিরে যাওয়া
অথবা জোড়ির কাছে ক্ষমা চাওয়া..
প্রতিবেশী কান গুলো টেবিলের আশে পাশে
ধরা পড়ে মনোজগ চমকের উচ্ছ্বাসে
দুপুরে কারোর ঘুম আসেনা আসেনা
ঝড়ে পড়ে নিরাকার শব্দ
যে আলাপ গড়ায়
ভুরু তোলে ভাবনার মুখোমুখি
ঢিলেঢালা জীবনে চিরসুখি..
কতো কথা থেকে গেলো বানানির উপহারে
এরপর কবে দেখা পাবে তার দরকারে
দুপুরে কারোর ঘুম আসেনা আসেনা
ধরা পড়ে নিরাকার বাক্কো
যে আলাপ গড়ায়
অথবা সময় নেই
কাঁপে চোখ চায়ে চুপ
ফুরিয়ে এসেছে শেষ চুমুকে
যে আলাপ গড়ায়..