যায় ভেসে যায় রূপকথারা
যায় ভেসে যায়, রূপকথা-রা
হাওয়ায় হাওয়ায় হাওয়ায়
যায় ওরে যায় স্বপনের চিরকুট
তারায় তারায় তারায়
যায় ওরে যায়…
গল্প ছিল ঘর বাঁধবার
গল্প ছিল পাশা পাশি
ইচ্ছে ছিল কাছ থেকে ছুঁই
ইচ্ছে ছিল ভালোবাসি
এখন আকাশ ভীষণ ধূসর
চাই ওরে হাওয়ায় হাওয়ায়
এখন মৃত ভালোবাসা
মুখ লুকায় তারায় তারায়
যায় ভেসে যায়, রূপকথা-রা
হাওয়ায় হাওয়ায় হাওয়ায়
যায় ওরে যায় স্বপনের চিরকুট
তারায় তারায় তারায়
যায় ওরে যায়…