যদি কানে কানে কিছু বলে বধূয়া
যদি কানে কানে কিছু বলে বধূয়া
সবি শুনে শুনে যেতে হবে
যদি আসি আসি করে দেরি করে সে
দিন গুনে গুনে যেতে হবে
সে যেমন সাজাবে সাজবো যে সেভাবে
সে যেমন সাজাবে সাজবো যে সেভাবে
সুখো-দুখো সব মেনে নিতে হবে
যদি আসি আসি করে দেরি করে সে
দিন গুনে গুনে যেতে হবে, আ আ..
যদি কানে কানে কিছু বলে বধূয়া
সবি শুনে শুনে যেতে হবে
মন নিয়ে যদি সারাবেলা
শুধু শুধু করে যায় খেলা (x২)
সব কিছু জেনে শুনে
তবু তার সে খেলা
খেলা-ঘর রয়ে যেতে হবে, আ আ..
যদি কানে কানে কিছু বলে বধূয়া
সবি শুনে শুনে যেতে হবে
যদি আসি আসি করে দেরি করে সে
দিন গুনে গুনে যেতে হবে
আমি তার কাছে আসি যত
সে-ও যায় দূরে শোরে তত (x২)
তবু তার সে চাওয়ার,
পথ ধরে চিরদিন
ছায়া হয়ে সাথযে যেতে হবে, আ..
যদি কানে কানে কিছু বলে বধূয়া
সবি শুনে শুনে যেতে হবে
যদি আসি আসি করে দেরি করে সে
দিন গুনে গুনে যেতে হবে