যদি কাকেদের গান তুমি শোনো
যদি কাকেদের গান তুমি শোনো
দুপুর বেলায় তারা গোনো
১৭ বৈশাখ তোমারি নিমন্ত্রণ যেনো
যদি পাগল বলে ডাকে লোকে
স্বপ্ন দেখো খোলা চোখে
১৭ বৈশাখ ডাকছে যেনো তোমাকে
হম.. হারিয়েছো যখনই
মনের বন্ধু তুমি কোনো
তোমার হয়েছে শুরু
কষ্ট এখনো পুরোনো..
তবু তো বাঁশবে বলে
লুকোচুরি আজ এখনো
যদি বোকা বোকা বলে কেউ ডাকে
যদি স্বপ্নে খোঁজো রোজ মা কে
১৭ বৈশাখ তোমাকেও চুপি চুপি ডাকে
মাঝ রাতে ঘুম ভেঙে
মিঠেয় চিঠির সাথে দেখা
ভুল করে বই জুড়ে
তোর নাম লিখে লিখে রাখা
যতোই পাওয়া ব্যথা
গল্পের শেষ কথা
বলা বাকি রয়েছে এখনো..
যদি কাছে এসে ভেসে যাও দূরে
যদি মাথায় আকাশ ভেঙে পড়ে
আকাশ পেরিয়ে চোখে টুপ-টাপ
জল হয়ে ঝরে
তাই কাকেদের গান তুমি শোনো
দুপুর বেলায় তারা গোনো
১৭ বৈশাখ গল্পটা শেষ হবে যেনো