যদি কখনো জাগো একা রাত

যদি কখনো জাগো একা রাত
বাড়িয়ে দেখো তোমার দু-হাত (x২)
যেন পাবে আমায় নতুন কবিতায়…
তোমার নামে আমি রাখবো এ হৃদয়
তোমার নামে আমি রাখবো এ হৃদয়
তোমার নামে আমি রাখবো এ হৃদয়
যদি বার বার পড়ে মনে খুব
স্মৃতি ভাঙে ঢেউ মনের অশুভ (x২)
যেন পাবে আমায় নতুন কবিতায়…

তোমার নামে আমি রাখবো এ হৃদয় (x৩)

হুম.. স্বপ্নে ভাঙে ঘুম
আনমনে রাত নিঝুম
ডাক দিলে বিজবে মন আমার
ও হো.. আদরের সব জানে
লেখা আছে নীল-খামে
ডাক নামে ডাকলে যে আবার..

যদি বার বার একা লাগে খুব
বেহিসেবি মন আশা বাঁধে বুকে
যেন পাবে আমায় নতুন কবিতায়…

তোমার নামে আমি রাখবো এ হৃদয় (x৩)

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *