যদি আরো কিছুক্ষণ পাশে থাকো
যদি আরো কিছুক্ষণ পাশে থাকো
সব কিছু ভুলে আমাকেই দেখো
দুজনের যা কিছু ফেলে আশা
পরিণাম যার হবে ভালোবাসা
তবে মন্দ কি
তবে মন্দ কি…
যাবো সেখানে দুজন মিলে
যেখানে তুমিও চাও
আলোর স্রোতে গা ভাসিয়ে সেই
স্বপ্নের ঠিকানা-টা পাও
তুমি আমি একসাথে
চোখ দুটোর ভাষাতে
মেনে নেবো এ অঙ্গীকার
তবে মন্দ কি.. হুঁ হুঁ..
এতো ভাবনা-কে দূরে ঠেলে দিয়ে
এই মন দুটো যাকনা রাঙিয়ে
দুটি পথ যদি এক পথে আসে
প্রণাম যার প্রেমেরি আবাসে
তবে ক্ষতি কি..
তবে ক্ষতি কি..
সূর্যের আলোয় মিলে কথা
চাঁদের কি প্রয়োজন হতো
একই জীবন কাট তো যদি
ভালোবাসা হতো বিকৃত
জানি তুমি বুঝবে তা
হাত বাড়িয়ে খুঁজবে তা
মেনে নাও যদি আমায়..
তবে ক্ষতি কি.. এ হে..