মোমবাতি রাত
তোকে মোছাই
যেন বয়ে যাওয়া চোখের কিনার
বেলা শেষের
কোনো রেস্তোরাঁতে ছোট্ট ডিনার
মোমের আলোয় আঙুল আজ
মানিয়েছে দারুণ ভালো
আদর পাখি অল্প অল্প উড়ছে পালক
তোকে দেখাই
রাতে কেউ থাকে না বাস স্টপে যে
ফেরা পথে
দুটি কম বয়সী মেয়ে ভেজে
ছোট্ট জোড়া খুলে রেখে
পায়ে পায়ে কথা ওড়ায়
ছেলে মানুষ
মুঠো খুলে সময় পড়ায়
তোকে বোঝাই
কেন ছুঁতে ইচ্ছে করছে হঠাৎ
দিচ্ছে হাওয়া একা রাত-দুপুরে
কাছে পেলেই
জানি খুলে যাবে থোতের বেরা
অনুগুলটা ওতো বড্ড ভাব ঘুরে
এলো মেলো রিবোনেরা ছুটি পেলো
খোলা চুলে
জনকীরা ঘুরতে এলো
তোকে টাঙ্গাই
যেন শামিয়ানা শহর জুড়ে
কখন ঝিল
আসে শীত পাখিরা উড়ে উড়ে
ধরেছি হাত ঝাপটা দিয়ে
পশনমনা জলপ্রপাত
রেস্তোরাঁতে জ্বলতে থাকে
মোমবাতি রাত
এলো মেলো রিবোনেরা ছুটি পেলো
লা লা লা….