মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা
ও.. লেফট-এ যদি যেতে বলি যাবে ওরা রাইট
আমরা যদি সকাল বলি বলবে ওরা নাইট [x২]
করলে শপিং সারাদিন
আর কিছু না চাই
লাইফ-এ এদের চাপ-টা কিসের
জান্তে আমি চাই
মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা
মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা [x২]
ট্রাইফ, করো তার সারাদিন
কি সুখ, করে পাই বার্গেনিং [x২]
একটু তে, শুরু কান্না-কাটি
আর ঢং করে তারা ফাটাফাটি
হুঁশ নিজেরি দোষ নিজেরি মানতে জানে না
মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা
মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা [x২]
করলে, শুরু শেষ হবে না
ছেলেদের, গুণের এ কাহিনী
যখন, জোর হয় এক সাথে
মনে হয় যে বানরের বাহিনী
মুখে, কথার ফুলঝুরি
দোমের বেলায় কাঁচকলা
করবে ক্রিকেট-এ সেঞ্চুরি
বলো কঠিন আই লাভ ইউ তার বলা
বড্ড বোকা, বড্ড খোকা
মানতে পারে না..
ছেলেদের মন বোঝা হা রে খুব সোজা [x২]
মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা [x২]