মেঘ পিয়নের বাগের ভেতর
মেঘ পিয়নের বাগের ভেতর
মন খারাপের দিশা
মন খারাপ হলে কুয়াশা
হয়ে বাকুল হলে তিস্তা
মেঘ পিয়নের বাগের ভেতর
মন খারাপের দিশা
মন খারাপ হলে কুয়াশা
হয়ে বাকুল হলে তিস্তা
মন খারাপের খবর আসে
মন খারাপের খবর আসে
ঘুম পাহাড়ির দেশে
চৌকোনো সব বাক্সে
যেথায় যেমন থাকে সে
মন খারাপের খবর পরে
দারুণ ভালোবেশে..
মেঘের বাগের ভেতর ম্যাপ রয়েছে
মেঘ পিয়নের পাড়ি
পাকদণ্ডি পথ বেয়ে তার
বাগান ঘেরা বাড়ি
বাগান শেষে সদর দরজা
বারান্দায় আরাম চেয়ার
গলছে পাতা বিছানাতে
ছোট রোদের ফালি
সেথায় এসে মেঘ পিয়নের
সমস্ত বাগ খালি
মেঘ পিয়নের বাগের ভেতর
মন খারাপের দিশা
মন খারাপ হলে কুয়াশা
হয়ে বাকুল হলে তিস্তা
হুম হুম হুম…
মন খারাপ হলে কুয়াশা
হয়ে বাকুল হলে তিস্তা
হুম হুম হুম…
মন খারাপ হলে কুয়াশা
হয়ে বাকুল হলে তিস্তা
হুম হুম হুম…