মেঘে নামে শ্রাবণ

সব
হারাবার নেশায়
চলেছি
কোন পথ ধরে
সহরে
এই মরব চেলে [x২]
কত
কথা কত সুর
আমায়
দেয় হাতছানি.. [x২]
না
বলা কত কাহিনী
মেঘে
নামে শ্রাবণ
আজ
সব ভাসাবে সব ভুলে [x২]

কোথায়
দণ্ড, কোথায় সুখ
না
জানি এ কোনো এক রূপ
জীবনের
কেমন মানে [x২]
খেয়া
ঘাসে ডোকুল তাকিয়ে
মন
ছুঁটে যায় ওকুল [x২]
মেঘে
নামে শ্রাবণ
আজ
সব ভাসাবে সব ভুলে [x৩]”

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *