মেঘে ঢাকা শহর – Habib Wahid & Nirjhor
জীবন ছুঁয়ে নামে কখনো জোছনা
টুপ করে হঠাৎ ঝরে কুয়াশা এক কণা
অনুভবে মেঘ জমে
অভিমান থমথমে
জীবন মানে সুখ-দুঃখের আনাগোনা
কেউ বুনে আড়ালে মুখোশের ঘর
জোছনা আঁধারে মেঘে ঢাকা শহর
মেঘে ঢাকা শহর..
হৃদয়ের সুতো চিরে উড়ে যায় দূরে
ঝড় ওঠে মনেরই আকাশ জুড়ে
নিমেষে চুপচাপ শুনশান অন্তর
ভেতর-বাহিরে মেঘে ঢাকা শহর
কেউ বুনে আড়ালে মুখোশের ঘর
জোছনা আঁধারে মেঘে ঢাকা শহর
মেঘে ঢাকা শহর..
কাছের হয়ে কেউ অচেনা রোদ্দুরে
স্বপ্ন বুনে বুকেরই অনেক ভেতরে
এক সাথে থাকা মুখ হয়ে যায় পর
প্রশ্ন অন্তরে মেঘে ঢাকা শহর
কেউ বুনে আড়ালে মুখোশের ঘর
জোছনা আঁধারে মেঘে ঢাকা শহর
মেঘে ঢাকা শহর..
জীবন ছুঁয়ে নামে কখনো জোছনা
টুপ করে হঠাৎ ঝরে কুয়াশা এক কণা
অনুভবে মেঘ জমে
অভিমান থমথমে
জীবন মানে সুখ-দুঃখের আনাগোনা
কেউ বুনে আড়ালে মুখোশের ঘর
জোছনা আঁধারে মেঘে ঢাকা শহর
মেঘে ঢাকা শহর.. (২ বার)