মিষ্টি মেয়ে রাধা – ZEE BANGLA SERIAL TITLE SONG

হাসি তার আলো আলপনা
দু-চোখ তার খোঁজে কল্পনা (x২)
আদরে খুব খুশিতে ডুব
আদরে খুব খুশিতে ডুব
বেণী-সুতো দিয়ে মন বোনা
সে ছুঁয়ে দিলে রাত হয় ভোর
সে জড়িয়ে আছে সারাটা প্রহর (x২)
সে জানে কান্না লুকিয়ে
দু-হাত বাড়িয়ে
কান্না লুকিয়ে দু-হাত বাড়িয়ে
মেলেদিতে হয় যে আদর

এক জীবনের গল্প যেনো
তার সাত-সুরেই বাঁধা
আপন করে নেবে তোমায়
মিষ্টি মেয়ে রাধা
রাধা.. রাধা…

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *