মা গো আমার মা শুনতে কি পাও না
মা গো আমার মা শুনতে কি পাও না ?
মা গো আমার মা শুনতে কি পাও না ?
তোমার পটল বারণ ভুলে
গাইছে আজ গলা তুলে
শুনতে কি পাও না মা গো
শুনতে কি পাও না
আকাশ বাতাস পাখি নদী..
শুনতে পায় সে গান যদি..
তোমার কানে কেনো
যায় না সে গান মা গো
কেনো তুমি ভীষণ রেগে
বকতে আসছো না গো
মা গো আমার মা শুনতে কি পাও না
মা গো আমার মা শুনতে কি পাও না
গাইতে তুমি দাও না যে মতে
কান্না আসে চোখ ফেটে
গাইতে তুমি দাও না যে মতে
আজকে যখন গাইছে তোমার মেয়ে
আজকে যখন গাইছে তোমার মেয়ে
তখন আসো না কেনো ধেয়ে হাতে
ছেলা কাঠটা নিয়ে
কেনো তুমি মারতে আসছো না..
মা গো শুনতে কি পাও না ?
মা গো শুনতে কি পাও না ?
বোকো আমায় মারো আমায়..
বোকো আমায় মারো আমায়..
চোখ মেলে চাও
বারণ ভুলে গাইছি যে গান
শুনতে কি মা পাও ?
শুনতে কি মা পাও ?
মা গো আমার মা শুনতে কি পাও না ?
মা গো আমার মা শুনতে কি পাও না ?