মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই
আজকে হাওয়া ছন্না ছাড়া
আজকে হাওয়া বিভাগী
আজকে সময় খোশ মেজাজি
আজকে সময় সহাগী
মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই
অচেনা সকাল হোক
উদাসী বিকেল হোক
বারে বারে মনে হয়
তোর হাতে মরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই
আজকে হাওয়া ছন্না ছাড়া
আজকে হাওয়া বিভাগী
আজকে সময় খোশ মেজাজি
আজকে সময় সহাগী
আজকে ঘুরি আয়,
অন্য দুনিয়ায়
রাত্রি দিনের অন্তহীন-এর রূপকথায়
আজকে পাখি হয়ে,
চুপ জোনাকি হয়ে
ইচ্ছে দানায় সঙ্গী আমার চর্বি আয়
মাঝে মাঝে তোর নেশা
নিজেকে ছাড়িয়ে যায়
ও.. মাঝে মাঝে তোর নেশা
নিজেকে ছাড়িয়ে যায়
কখনো বা ছুঁয়ে ফেলে
কখনো হারিয়ে যায়
অচেনা সকাল হোক
উদাসী বিকেল হোক
বারে বারে মনে হয়
তোর হাতে মরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই
তুই না এলে আর,
কি হবে আমার
সে সব কথা খুঁজতে গেলেই,
কান্না পায়
যন্ত্রণা হাজার,
করছে পাড়া-পাড়
তোর দু-চোখের তোর চিবুকের
বেষ্টতায়
মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই
হো.. মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই
অচেনা সকাল হোক
উদাসী বিকেল হোক
বারে বারে মনে হয়
তোর হাতে মরে যাই
মাঝে মাঝে তোর কাছে
জেনে শুনে হেরে যাই
কিছু কথা বলে ফেলি
কিছু কথা ছেড়ে যাই
আজকে হাওয়া ছন্না ছাড়া
আজকে হাওয়া বিভাগী
আজকে সময় খোশ মেজাজি
আজকে সময় সহাগী (x2)