মাওলা মেরে মাওলা
মাওলা মেরে মাওলা
তুহি আসানে মুশকিল [x২]
জীবন সরণিতে, বেহাল ধরণিতে
সঠিক পথ তুমি দিও..
অন্ধকার যতো, বেদনা ভরা কতো
দু হাতে তুমি মুছে দিও..
মাওলা মেরে মাওলা
তুহি আসানে মুশকিল [x২]
হোক না যতো এ অন্ধকার, মাখা এ আকাশ..
হোক না যতো শত বিষাদে ভরা বাতাস
তবু জানি অন্তর্যামী
দেবে তুমি আশ্বাস
ওও.. জীবন সরণিতে, বেহাল ধরণিতে
সঠিক পথ তুমি দিও..
অন্ধকার যতো, বেদনা ভরা কতো
দু হাতে তুমি মুছে দিও..
মাওলা মেরে মাওলা
তুহি আসানে মুশকিল.. [x২]