মন দিওয়ানা মন – Shaan & Ishani Nag
বারে বারে মন
শুধু তোকে চাই
ইচ্ছেইচ্ছেতে রাতের ইশারায় (x2)
চোখে লেগেছে একি নেশা
আমি হারিয়ে ফেলেছি ভাষা
আমি বুঝিনি কেমন
করে হয় ভালোবাসা
মন দিওয়ানা মন
মন দিওয়ানা মন
মন দিওয়ানা রে.. (x3)
হম.. মেঘে ভাসতে চাওয়া
তোকেই খুঁজতে যাওয়া
মনে চুইয়ে যায়
শুধু তোরই চাওয়া (x2)
চোখে লেগেছে একি নেশা
আমি হারিয়ে ফেলেছি ভাষা
আমি বুঝিনি কেমন
করে হয় ভালোবাসা
মন দিওয়ানা মন
মন দিওয়ানা মন
মন দিওয়ানা রে.. (x3)
হম.. মনে মেলেছে দানা
যাবো দূর সীমানা
চাইছি জানাতে আমার ঠিকানা (x2)
চোখে লেগেছে একি নেশা
আমি হারিয়ে ফেলেছি ভাষা
আমি বুঝিনি কেমন
করে হয় ভালোবাসা
মন দিওয়ানা মন
মন দিওয়ানা মন
মন দিওয়ানা রে (x3)