মন কারিগর চলো বাঁধি ঘর – Tahsan Khan
ছায়া মেঘ জড়ো হয় আকাশে
যায় না কিছুতেই সরানো
প্রিয় রং হয়ে যায় ফেকাশে
হয় না দু হাতে জড়ানো
ভুলে বেঁচে থাকা
নোনাজল চোখে মাখা
সুখ নেই.. সুখ নেই পৃথিবীর কারখানা
মন কারিগর চলো বাঁধি ঘর
জীবন যেখানে মানায়
মন কারিগর চলো বাঁধি ঘর
নতুন এক স্বপ্ন দানায় (x২)
যন্ত্রণার অন্ধকারে
কেনো এই ডুবে যাওয়া..
মুখ থাকে বাধাড়ে
চাওয়া গুলু যেন হাওয়া
ইচ্ছের আয়নায় হাজার বায়নায়
সময় কাঁদে দো-টানায়
মন কারিগর চলো বাঁধি ঘর
জীবন যেখানে মানায়
মন কারিগর চলো বাঁধি ঘর
নতুন এক স্বপ্ন দানায় (x২)
অবেগের খেলাঘর ভেঙে যায় অসময়ে
বিশ্বাসের বালুচর বারে শুধু অভিনয়ে
ইচ্ছের আয়নায় হাজার বায়নায়
সময় কাঁদে দো-টানায়
মন কারিগর চলো বাঁধি ঘর
জীবন যেখানে মানায়
মন কারিগর চলো বাঁধি ঘর
নতুন এক স্বপ্ন দানায় (x২)