মন আমার চাকুম চুকুম প্রেমের জালা – Jeet Ganguly & Monali Thakur
মন আমার চাকুম চুকুম প্রেমের জালা
ঘুম ঘুম চোখের নজর মার-ডালা (x3)
চল তুই রেডি হো, আমার সাথে চল
চল তুই রেডি হো, আমার সাথে চল
মন আমার তেপান্তরে হাঁটছে খালি পায়
চাকুম চুকুম, চাকুম চুকুম
পিলে তা চমকায়
তোকে নিয়ে বসাবো আজ বুকের কলিজায় (x2)
চাকুম চুকুম, চাকুম চুকুম
চাকুম চুকুম – হা হা
চাকুম চুকুম, চাকুম চুকুম
চাকুম চুকুম – হা হা
মজেছে মন প্রেমের নেশায়
ডোরে ছে রং তোর চোখের ইশারায়
হো.. যখন তখন হারালো মন
ফেরারি ঘরে মেঘের ইশারায়
চল তুই রেডি হো, আমার সাথে চল
চল তুই রেডি হো, আমার সাথে চল
মন আমার তেপান্তরে হাঁটছে খালি পায়
চাকুম চুকুম, চাকুম চুকুম
পিলে তা চমকায়
তোকে নিয়ে বসাবো আজ বুকের কলিজায় (x2)
চাকুম চুকুম, চাকুম চুকুম
চাকুম চুকুম – হা হা
চাকুম চুকুম, চাকুম চুকুম
চাকুম চুকুম – হা হা
ছড়েছে মন নাগরদোলায়
দুরু দুরু বুকে আজ ঘোরে যায়
দুচোখে তোর খুশির ঝলক
জীবনের রং তাই আজ বদলায়
চল তুই রেডি হো, আমার সাথে চল
চল তুই রেডি হো, আমার সাথে চল
মন আমার তেপান্তরে হাঁটছে খালি পায়
চাকুম চুকুম, চাকুম চুকুম
পিলে তা চমকায়
তোকে নিয়ে বসাবো আজ বুকের কলিজায় (x4)