মনে রং লেগেছে বসন্ত এসেছে – Akriti Kakar
মনে রং লেগেছে
বসন্ত এসেছে
খুশিতে মেটেছে জীবন (x2)
আয় রে আয় সবাই মিলে
ভিজবো এ লা-এ নীল-এ
বাজা-রে বাজা মাদল
আজ খুশির এ তালে তালে
ধিন তানা ধিন তানা তানা নানা না
আজ নাচে রে নাচে রে মন
শোনে না মানা (x2)
রং দিলি রে মনে রং দিলি রে
নানা রে ওঠে না রে করি কি উপায়
দূর পাহাড়ে ওই দূর পাহাড়ে
সাত-সুরে বাঁশি বাজে
কে যে ডেকে যায়
দোলে রে জীবন
দোলে আর বলে রে
ধিন তানা…
ধিন তানা ধিন তানা তানা নানা না
আজ নাচে রে নাচে রে মন
শোনে না মানা (x2)
বন মোহুয়া হায় রে মন মোহুয়া
এই মনে এই প্রাণে নেশা যে ধরে
রং ফোয়ারা এই রং ফোয়ারা
সাত রং নয় স্বপ্ন যে
চোখে একে যায়
দোলে রে জীবন
দোলে আর বলে রে
ধিন তানা ধিন তানা তানা নানা না
আজ নাচে রে নাচে রে মন
শোনে না মানা (x2)