মনের দুয়ার খুলে দিলাম

মনের দুয়ার খুলে দিলাম
হৃদয় ঘরে আসো
শীতলপাটি বিছিয়ে দিলাম
চুপটি করে বসো
এক-ফালি চাঁদ তোমায় দিলাম
একটু খানি হাসো
দু-হাত পেতে চেয়ে নিলাম
আমায় ভালোবাসো
তুমি আমায় ভালোবাসো
জানি না কখন আমি
তোমার কাছে এসেছি
অনমনে চুপি চুপি
অনেক ভালোবেসেছি
আদরে আদরে ভালোবেসেছি
দু-হাত পেতে চেয়ে নিলাম
আমায় ভালোবাসো
তুমি আমায় ভালোবাসো

মনের দুয়ার খুলে দিলাম
হৃদয় ঘরে আসো
শীতলপাটি বিছিয়ে দিলাম
চুপটি করে বসো

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *