মনপুর জংসন থেকে পাহাড়পুরের পথে
মনপুর জংসন থেকে
পাহাড়পুরের পথে
খাল পেরিয়ে মাঠ পেরিয়ে
সবুজ ধানের ক্ষেত পেরিয়ে
কাজলো দিঘীর জল ছুঁয়ে
ভালোবাসার চিঠি নিয়ে
সবার ঘরে ঘরে আসছে আসছে
জনতা এক্সপ্রেস
আসছে আসছে জনতা এক্সপ্রেস
রামপুরের পর দিনাজপুর
চার্লো গাড়ি মধুপুর
(ঝিক, ঝিক, ঝিক, ঝিক)
ঢাকার শহর পথের ক্ষেত
আরে থামলো গাড়ি ফরিদপুর
ভালোবাসার চিঠি নিয়ে
সবার ঘরে ঘরে আসছে আসছে
জনতা এক্সপ্রেস
আসছে আসছে জনতা এক্সপ্রেস
রসের দূরের চিঠি নিয়ে
ছুটলো গাড়ি সিটি দিয়ে
(ঝিক, ঝিক, ঝিক, ঝিক)
থামলো গাড়ি প্ল্যাটফর্মে
কেউ ওঠে আর কেউ বা নামে
(ঝিক, ঝিক, ঝিক, ঝিক)
ভালোবাসার চিঠি নিয়ে
সবার ঘরে ঘরে আসছে আসছে
জনতা এক্সপ্রেস
আসছে আসছে জনতা এক্সপ্রেস
মনপুর জংসন থেকে
পাহাড়পুরের পথে….