ভিড় থেলে এগিয়ে যেতে যেতে – Anupam Roy
ভিড় থেলে.. এগিয়ে যেতে যেতে
ঠক্কা খেতে খেতে, থেমে যায়
যেমন সব ফুরিয়ে যেতে যেতে
একটা রঙিন ফিতে জড়িয়ে যায়
গোটা বিশ্ব একি দৃশ্য
শীত গ্রীষ্ম সবাই নিশ্য
হেই সমুদ্র আমি-ও ক্ষুদ্র
ফিরিয়ে নিলে নাও আমায়
বড় এলোমেলো লাগে সব..
আমি ফিকে হয়ে আসি
আকাশের নীল আমি কোই ?
ধুয়ে গেছে স্মৃতি রাশি
গোটা বিশ্ব একি দৃশ্য
শীত গ্রীষ্ম সবাই নিশ্য
হেই সমুদ্র আমি-ও ক্ষুদ্র
ফিরিয়ে নিলে নাও আমায়
ভিড় থেলে..