ভালো আছি ভালোবেসে তোমায় – Imran & Nancy
কানে কানে কিছু কথা বলবো তোমায়..
গোপনে না বললে তা জানবে সবাই
লা লা লা.. (২ বার)
ও জানুক না পৃথিবীটা
এই প্রেমের কাহিনীটা
কে কি বলে তাতে কিছু না আসে যায়
ভালো আছি ভালোবেসে তোমায়
সবচেয়ে বড় কথা হলো এটাই (২ বার)
বুনেছে মন এতদিন
স্বপ্নটা যেমন
বাস্তবতা যেন আজ
হয়েছে তেমন (২ বার)
তুমি ছাড়া এক মুহূর্ত
বেঁচে থাকা দায়
কে কি বলে তাতে কিছু না আসে যায়
ভালো আছি ভালোবেসে তোমায়
সবচেয়ে বড় কথা হলো এটাই (২ বার)
শুরু হলো চলা
প্রেমেরই পথে
থামবো না আর দুজনে
কোনো মতে (২ বার)
তুমি ছাড়া এক মুহূর্ত
বেঁচে থাকা দায়
কে কি বলে তাতে কিছু না আসে যায়
ভালো আছি ভালোবেসে তোমায়
সবচেয়ে বড় কথা হলো এটাই (২ বার)