ভালোবেসে এই আমাকে দিয়েছো তুমি নতুন জীবন

ভালোবেসে এই আমাকে
দিয়েছো তুমি নতুন জীবন [x২]
হো তোমার মাঝে পেয়েছি সবি
আর তো কিছু চায় না এ মন..
মনের সাথে মন ভাসিয়ে
স্বপ্ন আকাশে উড়বো দুজন [x২]

ও চোখেতে চোখটা রেখে
যখনই বলো কিছু
অচেনা সুখের যেনো নেই যে আমার পিছু [x২]
হো দেখালে আমায় তুমি আহা
কি সুখের ভুবন..

মনের সাথে মন ভাসিয়ে
স্বপ্ন আকাশে উড়বো দুজন [x২]

হৃদয়ে হৃদয় ছুঁয়ে
আমাতে গেছো মিশে
অবেগী দোলাতে এখন
হারিয়ে ফেলি দিশে [x২]
হো দেখালে আমায় তুমি আহা
কি সুখের ভুবন..

মনের সাথে মন ভাসিয়ে
স্বপ্ন আকাশে উড়বো দুজন [x২]

ভালোবেসে এই আমাকে
দিয়েছো তুমি নতুন জীবন [x২]
হো তোমার মাঝে পেয়েছি সবি
আর তো কিছু চায় না এ মন..

মনের সাথে মন ভাসিয়ে
স্বপ্ন আকাশে উড়বো দুজন [x২]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *