ভালোবাসা মানে ধোয়া ছাড়ার প্রতিশ্রুতি
ভালোবাসা মানে ধোয়া ছাড়ার প্রতিশ্রুতি
ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা
ভালোবাসা মানে সময় থামার আগে
ভালোবাসা তোমার শুরু আমার সারা [x২]
ভালোবাসা মানে আর্চিস গ্যালারি
ভালোবাসা মানে গোপন গোপন খেলা
ভালোবাসা মানে কান্না ভেজা চোখে
ভালোবাসা নীল খামের বেলা [x২]
ভালোবাসা মানে আগাম চলার সুর
ভালোবাসা মানে অবিরাম চলা বোসা
ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে
চিনতে শেখা শেষ কবির ভাষা
ভালোবাসা মানে দুরোভাস নিঃচুপে
শুনে ফেলা অনুভূতির হাসি
ভালোবাসা নন্দনিক যাতায়াতে
ভালোবাসা মানে চৌরাসিয়ার বাঁশি
ভালোবাসা মানে আর্চিস গ্যালারি
ভালোবাসা মানে গোপন গোপন খেলা
ভালোবাসা মানে কান্না ভেজা চোখে
ভালোবাসা নীল খামের বেলা [x২]।