ভালোবাসা এমনই হয় – Si tutul & Noumi
তুমি নদীর জল আমি পূজার ফুল
ঢেউয়ে ঢেউয়ে দুজন
ভাসবো একুল-ওকুল
আমি নদীর জল তুমি পূজার ফুল
ঢেউয়ে ঢেউয়ে দুজন
ভাসবো একুল-ওকুল
ভালোবাসা বুঝি এমনি হয়
এমনি হয়..
আকাশে বাতাসে রটিয়ে দিলাম
তুমি শুধু তুমি আমার প্রাণ
আকাশে বাতাসে রটিয়ে দিলাম
তুমি শুধু তুমি আমার জান
চোখে চোখে এই চোখ রেখে
জন্ম জন্ম কেটে যাবে
স্বপ্ন গুলো রংধনুর মতো
রঙে রঙে রঙ ছড়াবে
জানে ওই সূর্য আর জানে এই মন
তুমি যে আমার কতটা আপন
আকাশে বাতাসে রটিয়ে দিলাম
তুমি শুধু তুমি আমার জান
আকাশে বাতাসে রটিয়ে দিলাম
তুমি শুধু তুমি আমার প্রাণ
বেবি আই লাভ ইউ
ইউ নো আই কেয়ার অ্যাবাউট ইউ
আই ক্যান্ট রিয়েলি লিভ মাই লাইফ উইদাউট ইউ (x২)
তারা জল এই রাতে
তুমি যেন সন্ধ্যা তারা
তোমায় কাছে পেয়ে আমি
হয়েছি যে দিশেহারা
জানে ওই চন্দ্র আর জানে এই মন
তুমি যে আমার কতটা আপন
আকাশে বাতাসে রটিয়ে দিলাম
তুমি শুধু তুমি আমার জান
হুঁ.. আকাশে বাতাসে রটিয়ে দিলাম
তুমি শুধু তুমি আমার প্রাণ (x২)