ভালোবাসার জন্মদিন আজ ভালোবাসার জন্মদিন
বলছি আমি, বলছো তুমি, বলছে মন
ফুল ফুটেছে আজ বসন্তে, স্বপ্ন বন
বলছি আমি, বলছো তুমি, বলছে মন
ফুল ফুটেছে আজ বসন্তে, স্বপ্ন বন
রাজি হলে চলো ঘাটে চলি
বাজি ধরে মনের অলি গলি
হুঁ.. থাকবো পাশে রাতি দিন হুঁ..
ঘুরবো অন্তহীন
রোদ্দুরে ভিজে নাচবো
আর বৃষ্টি ছুঁয়ে বাঁচবো আজ
ভালোবাসার জন্মদিন
ছোট্ট ছোট্ট পায়ে ভালোবাসা
আদরে দিচ্ছে হামাগুড়ি [x২]
কাল থেকে ফুল ফুটবে, সুদূরে নাও ছুটবে
হোক না আজ থেকে মিষ্টি কুরি
হুঁ.. থাকবো পাশে রাতি দিন হুঁ..
ঘুরবো অন্তহীন
রোদ্দুরে ভিজে নাচবো
আর বৃষ্টি ছুঁয়ে বাঁচবো আজ
ভালোবাসার জন্মদিন
মিষ্টি মিষ্টি সুরে ভালোবাসা
বানাবে কালকে সরলিপি [x২]
কাল থেকে চাঁদো পাবে, সুরে তাল ঝরাবে
জ্বালাবে স্বপ্ন ফুলঝুরি
হুঁ.. থাকবো পাশে রাতি দিন হুঁ..
ঘুরবো অন্তহীন
রোদ্দুরে ভিজে নাচবো
আর বৃষ্টি ছুঁয়ে বাঁচবো আজ
ভালোবাসার জন্মদিন
ভালোবাসার জন্মদিন
আজ ভালোবাসার জন্মদিন..