ভালোবাসার চতুষ্কোণ
তুমি পথ চলায় একা কথা বলায়
এ মনে ফেলেছো ছায়া
নির্বাক সময় সব লাগে
দু চোখে বেঁধেছো মায়া
আঙুলে লুকিয়ে রাখা সুখ
এসে ভাবায় সারা ক্ষণ
আক্রেয় ধরে অবাক মন
ভালোবাসা চতুষ্কোণ
অপেক্ষার প্রতিটি প্রহর
তোমায় ঘিরে কাটে তার পথ
আড়াল করা যত গল্প
চোখের পলকে বাঁধে ঘর
আঙুলে লুকিয়ে রাখা সুখ
এসে ভাবায় সারা ক্ষণ
আক্রেয় ধরে অবাক মন
ভালোবাসা চতুষ্কোণ
ভাবনায় আদর করে
এ হৃদয়ের খুব গভীরে
দেখি আজো তুমি আসো যাও
অনেক চেনা মনের ভীরে
আঙুলে লুকিয়ে রাখা সুখ
এসে ভাবায় সারা ক্ষণ
আক্রেয় ধরে অবাক মন
ভালোবাসা চতুষ্কোণ
তুমি এই পথ চলায়..
একা কথা বলায়..
এ মনে ফেলেছো ছায়া
দু চোখে বেঁধেছো মায়া [x২]