ভালোবাসার একশো আট – Timir Biswas
অন্ধ প্রেমে ভাঙলে বাঁশি
তোমার কাছে শুকনো কাঠ
দু-চোখ বেঁধে ঘুরবো না আর
গড়িয়া তো গড়িয়া হাত (২ বার)
ভালোবাসার একশো আট (৮ বার)
প্রাণের কথায় চিটিয়ে কাদা
বিলাসীনি আমার রাধা
রাধার ঘরে বাজলো সানাই
আমার ঘরে ছাই (২ বার)
নিজের দুঃখ নিজের হাতে
চেটেপুটে খাই
তোমার গল্পে বৃষ্টি আসুক
আমার জন্য জলের ছাঁট
দু-চোখ বেঁধে ঘুরবো না আর
গড়িয়া তো গড়িয়া হাত
ভালোবাসার একশো আট (৮ বার)
হেলেই আছি বেঁকেই আছি
পাঁচিল গেছে খসে
রাধার সিঁদুর ছিটকে আসে
অন্ধ প্রেমের দোষে
চেয়ে থাকার দিন ফুরোলো
দৃষ্টি গেছে পুড়ে
অন্ধ চোখে বিষ ঢেলে দাও
ভীষণ রোদ্দুরে
তোমার জন্য বসন্ত থাক
আমার খেলার ভাঙা হাত
দু-চোখ বেঁধে ঘুরবো না আর
গড়িয়া তো গড়িয়া হাত
ভালোবাসার একশো আট (৮ বার)