ভারত ভাগ্য বিধাতা
আহোরোহ
তব আহ্বান প্রচারিত
শুনি তব উদারো বাণী
হিন্দি বৌদ্ধ শিখ জৈন পারসিক
মুসলমান খ্রীষ্টানী
পূর্ব পশ্চিম আসে
তব সিংহাসন পাশে
প্রেমহার হয় গাথা
জনগণ ঐক্য বিধায়কো জয় হে
ভারত ভাগ্য বিধাতা..
অতল ঘুর্ধ্ব বন্ধুর পন্থা
যুগ যুগ ধাবিত যাত্রী
হে চির সারথি তব রথচক্রে
মুখরিত পথ দিনরাত্রি
দারুণ বিপ্লব মাঝে
তব শঙ্খধ্বনি বাজে
সংকট দুঃখ ত্রাতা
জনগণ পথ পরিচায়কো জয় হে
ভারত ভাগ্য বিধাতা
জয় হে, জয় হে, জয় হে
জয় জয় জয় জয় হে.. উহু..
ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে
পৃথ্বী মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল
নতুনয়নে অনিমেষে
দুঃস্বপ্নে আতঙ্কে
রক্ষা করিলে অন্তকে
স্নেহময়ী তুমি মাতা
জনগণ দুঃখ ত্রায়কো জয় হে
ভারত ভাগ্য বিধাতা
জয় হে, জয় হে, জয় হে
জয় জয় জয় জয় হে..
রাত্রি প্রভাতিল উদিল রবিচ্ছবি
পূর্ব উদয় গিরিভালে
গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ
নব জীবন রস ঢালে
তব করুণার অনুরাগে
নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা
জয় জয় জয় হে, জয় রাজেশ্বর
ভারত ভাগ্য বিধাতা
জয় হে, জয় হে, জয় হে
জয় জয় জয় জয় হে..