বেশ করেছি প্রেম করেছি করবইতো
তোর প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি
হোক না থানা পুলিশ ফ্লাইং কিস ছুঁড়েছি
মুয়া.. তোর প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি
হোক না থানা পুলিশ ফ্লাইং কিস ছুঁড়েছি
মাইক নিয়ে বলব সবাই শোন শোন শোন
বেশ করেছি প্রেম করেছি করবইতো [x৪]
তোর চোখে দুষ্টুমির ওই আগুন দেখেছি
মনে মনে মনের খবর
তোকে দিয়ে রেখেছি
কানে কানে বলছি এবার শোন শোন শোন
বেশ করেছি প্রেম করেছি করবইতো [x৪]
চোখে চোখ যে পড়েছে
অ্যান্টেনা ঠিক নড়েছে
হৃদয়ের কানেকশনে
তোর তাজা সিগনাল
আজকাল হঠাৎ করে
বুকে প্রেম ফানুস ওড়ে
তোকে মন দিয়ে এবার বদলেছে দিনটা [x২]
তোর চোখে দুষ্টুমির ওই আগুন দেখেছি
মনে মনে মনের খবর
তোকে দিয়ে রেখেছি
কানে কানে বলছি এবার শোন শোন শোন
বেশ করেছি প্রেম করেছি করবইতো [x৪]
ইশারায় ডাকলে কাছে
মনে ঠিক ময়ূর নাচে
পেখমের রঙ লাগে হৃদয়ে রোশনাই
কেন মন করলি চুরি
চোখে চোখে লুকোচুরি
হারিয়ে যাওয়ার ডাকে একছুটে পালাই.. [x২]
তোর প্রেমে পিছলে আগে রেকর্ড ভেঙেছি
হোক না থানা পুলিশ বাইপিস ছুঁড়েছি
মাইক নিয়ে বলব সবাই শোন শোন শোন
বেশ করেছি প্রেম করেছি করবইতো [x৪]