বেশামাল – ইমরান ও ঝিলিক

এই মন নাজেহাল..
হয়েছি বেহাল..
তোমার.. প্রেমেরি ছোঁয়ায়..
জানি না যে কি হয়..
তোমারি আজ-কাল..
স্বপ্ন গুলো বয়ে বেরায়..

তোমারি নামে আমারই প্রাণে
প্রতি নিশ্বাস চলে
ভালোবাসারি সুখের আগুনে
শুধু যাই যে জ্বলে [x২]

থাকো যখন একটু দূরে
লাগে সবি অচেনা
লোকের মাঝে থাকো শুধু
যেতে কোথাও দেব না [x২]

তোমারি নামে আমারি প্রাণে
প্রতি নিশ্বাস চলে
ভালোবাসারি সুখের আগুনে
শুধু যাই যে জ্বলে [x২]

তোমার প্রেমে বিভোর আমি
আর কিছু বুঝি না
তুমি প্রথম তুমি তো শেষ
আমার প্রেমের সাধনা [x২]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *