বেলা শেষের গান
পথে পড়ে থাকা বই গুলো
অলতালে আনমনে ধুলো
ছোঁয়া-তোয়া গায়ে লাগে তারি
লেপ কথা মধুর মশারি
হাওয়া দেবে একা চিলেকোঠা
প্রহর শোয়ানো বাকশতা
কে খেলে খুচরো চিনি-মিনি
আমি কি আমাকে ঠিক চিনি
কি এনেছো আজ বলো মুঠোয়
বেলাশেষের গান..
বেলা..শেষের গান
বেলা..শেষের গান
স্মৃতি-রা এমনি খুব বাজে
যা খুশি বলছে আন্দাজে
স্মৃতি-তিতি এমনিতে বাজে
কথা বলে যায় আন্দাজে
হঠাৎ গুলিয়ে গেলে
বেশামাল ঢেউ ঠেলে
বাড়ি ফেরা আর হলো না যে
রাস্তা গুলিয়ে গেলে
বেশামাল ঢেউ ঠেলে
বাড়ি ফেরা আজ হলো না যে
কি আছে থোতের খোর-কুটোয়
বেলাশেষের গান..
বেলা..শেষের গান [x৪]