বেখেয়ালী মনে ভেবেছি গোপনে

বেখেয়ালী মনে, ভেবেছি গোপনে
বেখেয়ালী মনে, ভিজেছি দুজনে।

আদরে চাদরে, নেবো তোকে মুড়ে
বৃষ্টি চাস, বারো মাস,
ভিজি আয়.. ও ওও..

বেখেয়ালী মনে, ভেবেছি গোপনে
বেখেয়ালী মনে, ভিজেছি দুজনে।

আলোর ওই দেশে, সাত রং মেশে
সেই রঙে তোকে রাঙাবো।
রাত্রি গড়িয়ে, বুকে জড়িয়ে
তোর্ ভোরের-ই ঘুম ভাঙ্গাবো।

আদরে চাদরে, নেবো তোকে মুড়ে
বৃষ্টি চাস, বারো মাস,
ভিজি আয়.. ও ওও..

প্রেমের অন্তরা, লিখেছি মনগড়া
তোকে সুরে সুরে ভেবে যাই।
মনের ছবিটায়, শেষের কবিতায়
তোকে বারেবারে খুঁজে পাই।

আদরে চাদরে, নেবো তোকে মুড়ে
বৃষ্টি চাস, বারো মাস,
ভিজি আয়.. ও ওও..

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *