বেকারার একা একা মন আমার
তুমি ছাড়া নিসংগ
তুমি ছাড়া শূন্য সবি
চোখে বাঁধা এই সময়
ছুঁতে চলে পৃথিবী…
জ্বলে পুড়ে যায় বার বার
এই অবুঝ মন আমার..
বেকারার… একা একা মন আমার..
বেকারার… এই অবুঝ মন আমার..
বেকারার…
ছেঁড়া ছেঁড়া স্বপ্নেরা বুকছোরা উদাসী
তুমি ছাড়া দিশেহারা
পথ ভুলে অন্তহীন
এলো মেলো তাই বার বার
এই অবুঝ মন আমার…
বেকারার…
একবার না দেখে তোমাকে
ঘুম আসে না চোখে..
বার বার চাওয়া পাওয়ার ভিড়ে..
হারিয়ে.. খুঁজি তোমাকে..
সারাদিন সাহারা রাত তোমায় ভেবে..
দীর্ঘশ্বাস ছুঁতে চাওয়া
এই অবুঝ মন আমার..
বেকারার… একা একা মন আমার..
বেকারার… ও.. এই অবুঝ মন আমার..
বেকারার..
যন্ত্রণা.. এই বুকের গভীরে
শোয়েছি একা একা…
ও.. কখনো ভাবিনি তুমি যে..
দুরাশা মরিচিকা…
ছুঁতে চাই বার বার তোমার টানে…
তুমি এলে পথ হারাবার
এই অবুঝ মন আমার…
বেকারার… হো… একা একা মন আমার..
বেকারার….. এই অবুঝ মন আমার..
বেকারার… হো… একা একা মন আমার..
বেকারার….. এই অবুঝ মন আমার..
বেকারার……….।