বৃষ্টি বিদায় বৃষ্টি বিদায়
ইচ্ছে গাড়ি দিচ্ছে তারা টুকরো একটা ভূর
আমার পাশে এই-তো আমি দুজনের সফর
বেগে নিলাম হালকা টি-শার্ট আলগা অভিমান
ওই গাছের কাছে সবুজ ঝালোর
ধেয়ের কাছে স্নান [x২]
বৃষ্টি বিদায়, বৃষ্টি বিদায়..
ভিজি আমারি মতন কি আসে যায় [x২]
নোনা হাওয়ার ঝাঁক
এলো মেলো হুল ফোটাক
সন্ধ্যে ঠিক হুম.. সন্ধ্যে ঠিক
অন্তরিক..
সূর্য ছোঁয়া রা
কত সহজ ফুয়ারা
খেলনা মন হো.. খেলনা মন
আপনজন, খেলনা মন
দেয়ালে দাগ নষ্ট পরাগ
সোনার কাঠির ছাঁপ
ভাঙা কাপে কুঁড়িয়ে পেলাম
তিন্টে চার্টে কাপ
সিক্স পকেটে কোনখানে ঠিক
কোন গলিতে ভুল
এই অল্প সসের থু দিয়েছি
ভাষণ বেলার চুল
বৃষ্টি বিদায়, বৃষ্টি বিদায়..
ভিজি আমারি মতন কি আসে যায় [x২]
ভিজি আমারি মতন কি আসে যায়
আমি আমারি মতন কি আসে যায়