বুকটার ভিতরে আছ তুমি লুকিয়ে
বুকটার ভিতরে আছ তুমি লুকিয়ে
ভুলতে কিছুতেই পারি না..
মনের ঘরে তুমি হয়েছ আজ রানি
এমন তো কথা ছিল না
ও প্রিয়া, ও প্রিয়া বলো না..
তবে কি ছিল সব চলোনা [x২]
অভিনয় ছিল শুধুই তোমার
ভেঙে দিয়ে এই মন দিলে উপহার [x২]
বিশ্বাস ছিল আমার..
কোনদিন আমাকে ভুলবে না
ও প্রিয়া, ও প্রিয়া বলো না..
তবে কি ছিল সব চলোনা [x২]
বুকটার ভিতরে আছ তুমি লুকিয়ে
ভুলতে কিছুতেই পারি না..
মনের ঘরে তুমি হয়েছ আজ রানি
এমন তো কথা ছিল না
সুখের ছায়া দেখে মনে হয় সুখী
পরদার আড়ালে হয় বড়ো দুখী [x২]
অন্তরে দুঃখ থাকে..
চোখ দিয়ে দেখা যায় না
ও প্রিয়া, ও প্রিয়া বলো না..
তবে কি ছিল সব চলোনা [x২]
বুকটার ভিতরে আছ তুমি লুকিয়ে
ভুলতে কিছুতেই পারি না..
মনের ঘরে তুমি হয়েছ আজ রানি
এমন তো কথা ছিল না
ও প্রিয়া, ও প্রিয়া বলো না..
তবে কি ছিল সব চলোনা [x২]