বিধাতা বলো দাও বেঁচে থেকে লাভ কি আর

আমি আকাশের কাছে জানতে চাই
কি আমার অপারাধ
আমি পৃথিবীর কাছে জানতে চাই
কেনো এই জীবন বরবাদ [x২]
কি কারণে মন ভাঙ-ছড়
সম্পর্ক-টা বহুদূর
জলে পুড়ে সব চার-খার

বিধাতা.. বলো দাও..
বেঁচে থেকে লাভ কি আর [x২]

কেড়ে নিতে জানে দিতে জানে না
এই তো প্রেমেরি রহস্য
মনের ভেতর চাপা বনের আগুন
জালিয়ে করে দেয় ভস্ম [x২]

কি কারণে মন ভাঙছড়
সম্পর্ক-টা বহুদূর
জলে পুড়ে সব চার-খার

বিধাতা.. বলো দাও..
বেঁচে থেকে লাভ কি আর [x২]

কত শত মুখ কত যে মানুষ
ভিড়ের মাঝে আমি শুধু একা
আলো আলো আসলে অন্ধকার
যন্ত্রণা ভাগে শুধু লেখা [x২]

কি কারণে মন ভাঙছড়
সম্পর্ক-টা বহুদূর
জলে পুড়ে সব চার-খার

বিধাতা.. বলো দাও..
বেঁচে থেকে লাভ কি আর [x২]

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *