বিকেলে ভোরের ফুল ঝরে যায় – Zee Bangla Serial Song Lyrics
বিকেলে ভোরের ফুল ঝরে যায়
ঘুম ঘুম রাতে তারার খেলা
বেহিসেবি সকালে বালা
মেঘের উড়ো চিঠি চাঁদের গায়
বিকেলে ভোরের ফুল ঝরে যায়
বিকেলে ভোরের ফুল ঝরে যায়
শিশির শরীর হলুদ ঘাসে
এই মন যেনো আরো ফেকাশে
জল-ফড়িং নাচে
ভাঙা বুকের খাঁচায়
জল-ফড়িং নাচে
ভাঙা বুকের খাঁচায়
বিকেলে ভোরের ফুল ঝরে যায়
বিকেলে ভোরের ফুল ঝরে যায়
জল রঙ তুলিতে স্বপ্ন সাজাতে
আলপনা আঁকা রোদেলা আঙিনাতে
মেঘের উড়ো চিঠি চাঁদের গায়
মেঘের উড়ো চিঠি চাঁদের গায়
বিকেলে ভোরের ফুল ঝরে যায়
বিকেলে ভোরের ফুল ঝরে যায়
গ্রাম ছাড়া ওই রঙা মাটির পথ
আমার মন ভোলায় রে (x২)
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে
গ্রাম ছাড়া ওই রঙা মাটির পথ
আমার মন ভোলায় রে
অ্যাওয়ে অ্যাওয়ে ফ্রম হোম
ওজে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে (x২)
ওজে কেরে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে আমার
মন ভুলায় রে
ও কোন বাকে কি ধন দেখাবে
কোন খানে কি দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
বেবেই না কুলায় রে আমার
মন ভুলায় রে
গ্রাম ছাড়া ওই রঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
গ্রাম ছাড়া ওই রঙা মাটির পথ
আমার মন ভুলায় রে