বানজারা মন বানজারা মন
হারিয়েছি এই কোন দেশে
স্বপ্ন যেখানে নীল মেঘে মেশে
কল্পনা রা, আর ইচ্ছে রা
চলেছে তোর পথে পথে বহুদূরে [x২]
রোজ নামছে প্রেমের গানে
করছে শুধু এখন
অকারণ হাসে একা একা
মাঞ্ছে না বারণ বানজারা মন…
বানজারা মন…
বে-রঙীন.. তোকে ছাড়া এই মন
যেন আজ বেদুইন
ঘরে ফেরার নেই ঠিকানা রে আজ
তোর ইশারায় মন দিশেহারা
এখন কি উপায়…
একবার ভালোবেসে দেখ
বাঁশব ভালো আজীবন
এলো মেলো ইচ্ছেগুলো
মাঞ্ছে না অবারণ
বানজারা মন… বানজারা মন..
রোদ ছায়াও নীলিমায়
তুই আছিস এ মনে
কিভাবে তোকে বুঝাই বল
তোর ওই দুটি নীল চোখে
ডুবেছি এই বলে
স্বপ্নেতে হয়েছে তোর দেখা
তোর চাঁওনিতে পাগল হয়েছি
ছুঁয়েছি পাখি হয়ে
তোর আঁচল…
রোজ নামছে প্রেমের গানে
করছে শুধু এখন
অকারণ হাসে একা একা
মাঞ্ছে না বারণ বানজারা মন…
বানজারা মন…