বাওয়াল Lyrics- AKASH
যেদিন থেকে পড়েছি প্রেমে
মনটা ফেঁসে গেছে ট্রাফিক জ্যামে
গড়িয়াহাটায় বিকেল বেলায় তোর সাথে যে
প্রথম দেখা হল, হল, হল…
আরে বাওয়াল, বাওয়াল, বাওয়াল, বাওয়াল
বাওয়াল শুরু হল
বাওয়াল, বাওয়াল, বাওয়াল, বাওয়াল
বাওয়াল শুরু হল [x২]
তোর চলার ওই লচক দেখে
হার্ট বিট বাড়ে আমার বুকে [x২]
বুঝিনি ডার্লিং দিতে হবে ফিল্ডিং
বুঝিনি ডার্লিং দিতে হবে ফিল্ডিং
পথে ঘাটে পার্কে মাঠে করবো তোকে
কত যে আর ফলো, ফলো, ফলো
আরে বাওয়াল, বাওয়াল, বাওয়াল, বাওয়াল
বাওয়াল শুরু হল
বাওয়াল, বাওয়াল, বাওয়াল, বাওয়াল
বাওয়াল শুরু হল [x২]
তোর ওই বাপোক ফিগার দেখে
মারতে গিয়ার পা পড়লো ব্রেকে [x২]
বুঝিনি ডার্লিং ছিল নো পার্কিং
বুঝিনি ডার্লিং ছিল নো পার্কিং
আর চোখে যে দেখবো তোকে
পুলিশ এসে কেস ঠুকে যে দিল, দিল, দিল
আরে বাওয়াল, বাওয়াল, বাওয়াল, বাওয়াল
বাওয়াল শুরু হল
বাওয়াল, বাওয়াল, বাওয়াল, বাওয়াল
বাওয়াল শুরু হল [x২]