বল না রে মন কোথায় যাবি – Arindam Chatterjee
বল না রে মন কোথায় যাবি
কোথায় গেলে শান্তি পাবি (x3)
দেখবি শেষে সেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই
মন পুকুরে ময়লা জমেছে..
সে ময়লাকে পাগলা এই মন
গয়না ভেবেছে.. (x2)
কিসের এত বিষের নেশায়
অমৃতে তোর অসুখ মেশায় (x3)
দেখবি তাকালেই..
তোর সময় ডালে সবুজ পাতা নেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই
চিপার
দোয়ায় শামুক তুলেছিস..
সেই খোলসে সাপের বাসা
চিনতে ভুলেছিস (x2)
বল না রে মন সত্যি করে
বাঁচবি এখন কিসের জোরে? (x3)
দেখবি তাকালেই..
তোর সময় ডালে সবুজ পাতা নেই
তোর সময় ডালে সবুজ পাতা নেই