বলো কোনটা প্রিয়
আমার অপদকালীন সুখ
জল মিশিয়ে বানায় আরোগ [x২]
রাতের হোটেল স্টেশন
মুখ টিপে ধরে নেয় আর্তনাদ
আমার বন্ধ ঘরের লোক
জলা-জমি জড়িয়ে পেয়ে ঠিকিয়ে চোখ
কিছু ভালো লাগে না
অবসরে ওঠে ছোয়া-ঢেঁকুর
যখন ওঠে, নামে, জলে, ট্রামে ঝাঁঝে
ও গন্ধহীন দেব
শরীরের বিশেষণে যত্ন নিয়ে
বল কোনটা কার প্রিয় ?
ওহে পিতৃ-স্থানীয়
যদি ঢোকে, বেরোয়,
ক্লাইম্যাক্স বেরোয়, ওকাজে
এই ওঠে নামে জলে ট্রামে ঝাঁঝে..
আমার রত্ন চলমান রবে
ছেড়া জিন্সের অবশান্তিক হবে
সব অবশালী অসম্ভবে
আজো তুমি কি রবে নিরবে
ভালো লাগছে না সকাল হওয়া
বরং ঘুমিয়ে পড়াই গা-শোওয়া
নিচে জেগে ওঠার মতলবে
আজো তুমি কি রবে নিরবে
যদি কফিনে তোমার জাগার
অ্যালার্ম বাজে
হেই.. ওঠে নামে জলে ট্রামে
এই তুমি শুনছো কি ?
তোমায় বলছি বাই..
বদনাম হবে, সিটি দাগ হবে
শুরু বিচারের আশঙ্কা
রাগ হবে এনি বডি..