বলে দাও আজ হৃদয়ের যত কথা – Imran & Porshi
বলে দাও..
আজ হৃদয়ের যত কথা
বলে দাও..
এই মনের যত স্বপ্ন ছুঁয়ে যাও
**শুনে যাও..**
আজ হৃদয়ের যত কথা
শুনে যাও..
তোমার আরও কাছে আমায় টেনে নাও
ভালোবেসে এই আমায়
আরও নাও জেনে নাও
আজ পাবে এই আমাকে
তুমি যেমন করে চাও
**বলে দাও..**
আজ হৃদয়ের যত কথা
বলে দাও..
এই মনের যত স্বপ্ন ছুঁয়ে যাও
**শুনে যাও..**
আজ হৃদয়ের যত কথা
শুনে যাও..
তোমার আরও কাছে আমায় টেনে নাও
ওই মনে-তে তোমার
যত গল্প জমে আছে
আমাকে ঘিরে, তুমি বলো না
এই মনে-তে আমার
যত ইচ্ছে জমে আছে
তোমাকে ঘিরে, তুমি শোনো না
তোমারই কাছে এসে
বুঝেছি আমি শেষে
আমারই ভুবন তুমি
সে কি বোঝো না
সারাটি জীবন ধরে
এভাবেই মনের ঘরে
রেখো আমায় তুমি
ভুলে যেও না..
**মিশে যাও..**
তুমি আরও গভীরে
মিশে যাও..
প্রেমেরই স্রোতে আরও ভেসে যাও
**শুনে যাও..**
আজ হৃদয়ের যত কথা
শুনে যাও..
তোমার আরও কাছে আমায় টেনে নাও
এই তোমারই টানে
ছুটে আসি বারেবারে
কখনো ছেড়ে দূরে যাব না
ছুঁয়ে দিলে তুমি
ভুলে যাই আমি সবই
জড়িয়ে আছো যত ভাবনা
তোমারই কাছে এসে
বুঝেছি আমি শেষে
আমারই ভুবন তুমি
সে কি বোঝো না
সারাটি জীবন ধরে
এভাবেই মনের ঘরে
রেখো আমায় তুমি
ভুলে যেও না..