বয়ে যায় এই সময়
বয়ে যায় এই সময়
ছুঁয়ে যায় কেউ আমার মন খানি
ধরে নেয় আলগা হাতে
কেউ আমায় ভিড়ের মাঝে
একটু খানি..
যদি ধরা দিতে চাই
আমি তোমার মন-পাতায়
তুমি রাখো আমাকে
এই কবিতায়.. হুঁ..
চেনা চেনা, জানা জানা
কল্পনায় আঁকা মুখ
তারি হাসি তারি কথা
ভালো লাগার সে সুখ [x২]
পাওয়া না-পাওয়ার মাঝে
তবু ছিল সে কাছে
আজ কেনো এমন ভাবে
সে শোরে যায়.. হুঁ..
সবি আছে একই তবু
বদলে গেছে কিছু
জানি না সে-ও কি চাইছে আমায়
ডাকছে আমায় পিছু [x২]
সেই ভাবনা-তে আবার
ফিরে দেখি বারেবার
যদি সব ভুলে আবার
সে হাত বাড়ায়.. হুঁ..
বয়ে যায় এই সময়
ছুঁয়ে যায় কেউ আমার মন খানি
ধরে নেয় আলগা হাতে
কেউ আমায় ভিড়ের মাঝে
একটু খানি..
যদি ধরা দিতে চাই
আমি তোমার মন-পাতায়
তুমি রাখো আমাকে
এই কবিতায়.. হুঁ..”