বন্ধু তোমায় সবসময় মনে রাখি ধরে
প্রয়োজনে
তোমার কোথায় প্রথম মনে পড়ে
যতো
কিছুই বলো তুমি সবারি উপরে
বন্ধু
তোমায় সবসময় মনে রাখি ধরে
প্রয়োজনে
তোমার কোথায় প্রথম মনে পড়ে [x২]
মন-টা
খারাপ হলে আগে তোমার কোথায় ভাবি
কার
কাছে আর রাখতে পারি অধিকারের দাবি [x২]
বন্ধু
তুমি আমায় বুঝো আমার মতো করে
প্রয়োজনে
তোমার কোথায় প্রথম মনে পড়ে
আস্থা
আছে বলেই বলি নিজের যতো কথা..
জানি
তুমি বুঝে নেবে সহজ সরলতা [x২]
বন্ধু
তুমি যেখানে থাকো আমায় রাখো ধরে
প্রয়োজনে
তোমার কোথায় প্রথম মনে পড়ে
প্রয়োজনে
তোমার কোথায় প্রথম মনে পড়ে
যতো
কিছুই বলো তুমি সবারি উপরে
বন্ধু
তোমায় সবসময় মনে রাখি ধরে
প্রয়োজনে
তোমার কোথায় প্রথম মনে পড়ে